সারা বিশ্বে সাইবার যুদ্ধ নিয়ে উদ্বেগ তৈরি করেছে ‘ফ্লেম’
ইরানের পরমাণু স্থাপনায় থাকা কম্পিউটার ব্যবহার করে যন্ত্রপাতি অকেজো করে দেয়া৷ এই কাজই করেছিল স্টাক্সনেট৷ আর নতুন আবিষ্কৃত ফ্লেম ভাইরাসের কাজ হচ্ছে কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ সব তথ্য পাচার করা৷ এছাড়া কম্পিউটার ব্যবহারকারী কী কথা বলছেন তাও পাচার করতে সক্ষম নতুন এই ভাইরাস৷ এজন্য সে কম্পিউটারে বিল্ট-ইন হিসেবে থাকা মাইক্রোফোন ব্যবহার করে থাকে৷
সাইবার নিরাপত্তার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা বিশ্বের সবচেয়ে জটিল কম্পিউটার ভাইরাস সনাক্ত করতে সক্ষম হয়েছেন। ‘ফ্লেম’ নামের এ ভাইরাস গোয়েন্দা তৎপরতা চালাতে পারে। ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কম্পিউটার থেকে তথ্য পাচারের উদ্দেশ্যে ফ্লেমকে তৈরি করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
গতমাসে ধরা পড়া এই ভাইরাস থেকে কম্পিউটারগুলোকে মুক্ত করতে না পেরে অবশেষে তেল মন্ত্রণালয় ও ক্রুড তেল রপ্তানিকারকদের কম্পিউটারে থাকা ইন্টারনেট সংযোগই বন্ধ করে দিয়েছেন ইরানের প্রযুক্তিবিদরা৷
তবে শুধু ইরানেই নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের জ্বালানি খাতে আঘাত হেনেছে ফ্লেম৷ যে কারণে ইন্টারনেট বিষয়ক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে, এর মাধ্যমে বিশ্ব নতুন এক ‘সাইবার যুদ্ধ বা গোয়েন্দাগিরি’র যুগে প্রবেশ করলো৷
রাশিয়ার সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং অ্যান্টি ভাইরাস নির্মাণকারী সংস্থা ক্যাস্পারস্কি ল্যাব ‘ফ্লেম’কে সনাক্ত করেছে। ২০ মেগাবাইটের এ ভাইরাসের প্রকৃতি এখনো পুরোপুরি বের করতে পারেনি বলে জানিয়েছেন ক্যাস্পারস্কির গবেষকরা। বিশ্বের সবচেয়ে মারাত্মক কম্পিউটার ভাইরাসের কোডের চেয়েও ক্যাস্পারিস্কির কোড অন্ততঃ ১০০ গুণ বড় বলে জানিয়েছেন তারা।
রুশ গবেষকরা বলেছেন- ইরান, সুদান, সিরিয়া, লেবানন, সৌদি আরব এবং মিশরে ততপরতা চালানোর জন্য এ ভাইরাস তৈরি করা হয়েছে।
এ ইরানের তথ্য-প্রযুক্তি সংস্থার প্রধান আলী হাকিম জাওয়াদি দাবি করেছেন, তার দেশের বিশেষজ্ঞরাই প্রথম কম্পিউটার ভাইরাস ফ্লেম’কে সনাক্ত করেছেন। রাশিয়ার সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং অ্যান্টি ভাইরাস নির্মাণকারী সংস্থা ক্যাস্পারস্কি ল্যাব প্রথম ফ্লেম’কে সনাক্ত করেছে বলে গতকাল (মঙ্গলবার) যে খবর প্রচারিত হয়েছে তাও নাকচ করে দিয়েছেন ।
তিনি আরো জানান, বিশ্বের সবচেয়ে জটিল এ ভাইরাসকে কম্পিউটার থেকে নিমূর্লের উপযোগী অ্যান্টি ভাইরাসও বের করেছেন ইরানের আইটি বিশেষজ্ঞরা।
ফ্লেম হচ্ছে এক ধরণের সাইবার যুদ্ধাস্ত্র, যেটা যে কোনো দেশের বিরুদ্ধেই কাজে লাগানো যাবে৷
No comments:
Post a Comment
Thanks for ur comments