Breaking News
recent

“Copy of Shortcut” ভাইরাসের এন্টি প্রোসেসিং টুলস | Bangladesh Cyber Army…xD

কুখ্যাত ভাইরাস Copy of Shortcut এর সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি। জনপ্রিয় কিছু এন্টিভাইরাস যেমন ক্যাসপারস্কি, ESET পর্যন্ত এ কুখ্যাত ভাইরাস পুরোপুরি রিমুভ করতে পারে না (পরীক্ষিত)

Copy of Shortcut ভাইরাস নিয়ে গবেষনা করার এক সময় এই ভাইরাসের সকল বাগ বেড় করা হয় এবং এটি কিভাবে কাজ করে তাও বেড় করা হয়। এরই ফলাফল সরূপ তৈরি হয় Bangladesh Cyber Army এর হ্যাকারদের তৈরি Anti-Copy of Shortcut। যা সম্পূর্ণ ভাবে Copy of Shortcut ভাইরাসের প্রোসেসিং বন্ধ করে দিতে পারে।

ডাউনলোড করুন এন্টি প্রোসেসিং টুলসঃ
click here

ডাউনলোড করার পর এখানে তিনটি ফাইল পাবেন। “Anti Copy of Shortcut.exe “ চালু করুন এবং প্রথমে “Kill Virus Process” বাটনে ক্লিক করুন এবং পরে “Remove Copy of Shortcut” এ ক্লিক করুন।দেখুন Copy of Shortcut ভাইরাসের সক্রিয়তা বন্ধ হয়ে গেছে এবং নতুন করে ভাইরাসটি আপনার কম্পিউটারে রান করছে না
Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.