Breaking News
recent

ধারাবাহিক টিউটোরিয়াল-2: থিসিস থিমের ন্যাভিগেশন মেনুতে আলাদা পেইজ ও চাইল্ড পেইজ সংযোজন।


Navigation-Menu-Pages
ওয়ার্ডপ্রেসে নতুন পেইজ তৈরি করে পাবলিশ করার পর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে থিসিস থিমের Site Options সিলেক্ট করুন। উপরের চিত্রের মত ন্যাভিগেশন মেনু লেখার নিচে WordPress nav menu [?] ও Thesis nav menu দুটি অপশন আসবে। Thesis nav menu লেখার পাশে রেডিও বাটটি সিলেক্ট করলে Page, Categories, Add more links, home link, feed link অপশনগুলো ওপেন হবে। Page এর পাশে(+)বাটনে ক্লিক করলে একেবারে নিচের দিকে Page potation for navigation menu ঠিক উপরে ওয়ার্ডপ্রেসে তৈরী করা সকল পেইজগুলো দেখাবে। এখানে টিক চিহ্ন (√)  দিয়ে সিলেক্ট করে দেওয়া পেইজগুলো ন্যাভিগেশনে দেখাবে। আবার টিক চিহ্ন (√) উঠিয়ে দিলে ন্যাভিগেশন মেনু থেকে চলে যাবে। ইচ্ছে করলে এই পেইজগুলো কে ড্রাগ এবং ড্রপ করে উপরে নিচে উঠিয়ে নিজের ইচ্ছে মত সাজিয়ে নেওয়া এবং রিনেইম করে ইচ্ছে মত নাম দেওয়া যাবে।
ন্যাভিগেশন মেনুতে প্যারেন্ট পেইজ এবং চাইল্ড পেইজ ড্রপড্রাউন হিসাবে সংযোজন 
Parent-and-Child
ওয়ার্ডপ্রেসে কোন একটি মূল পেইজের অধীনে একটি চাইল্ড পেইজ তৈরি করে নেওয়ার পর উপরে দেওয়া ন্যাভিগেশন মেনুতে পেইজ সংযোজনের পদ্ধতি অবলম্বন করলে এখানেও Page potation for navigation menu ঠিক উপরে ওয়ার্ডপ্রেসে থাকা সকল পেইজ এবং পেইজের অধীনে থাকা চাইল্ড পেইজও দেখাবে। টিক চিহ্ন (√) দিয়ে পেইজ সিলেক্ট করে দেওয়ার সময় চাইল্ড পেইজটিও টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিয়ে Big Ass Save Button ক্লিক করুন। এবার Check out your site → ক্লিক করে সাইড ওপেন করলে নেভিগেশন মেনুতে পরিবর্তিত সকল কিছুই পাওয়া যাবে।
এখানে উল্লেখ যে ওয়ার্ডপ্রেস পেইজগুলোকে এডিট করে নাম পরিবর্তন করা হলে তা সরাসরি থিসিস থিম Site Options ন্যাভিগেশন প্যানেলে পরিবর্তন হয় না। Site Options ন্যাভিগেশন প্যানেলে এসে তা আবার পরিবর্তন করে দিতে হয়।

Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.