Breaking News
recent

ওয়াপ ইন্টার্ভিউ | সফলতার কাহিনী ২

ওয়াপ ইন্টার্ভিউ | সফলতার কাহিনী ২

 

 

ওয়াপ ইন্টার্ভিউতে আজকে রাত এগারটায় থাকছেন আমাদের অতি প্রিয় মূখ Rahat Hossen।
ফেসবুক টাইমলাইন https://www.facebook.com/Md.Rahat.Hossen

আসুন শুনি উনার সফলতার কাহিনী......

"ক্লাস 8/9 এ যখন “আমার জীবনের লক্ষ্য” বা “Aim in life” রচনা পরতাম তখন থেকে মনে মনে ভাবতাম বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার ফ্যামিলিতে বা আসেপাশে গাইডলাইন দেবার মত কেউ ছিল না। ফলে ক্লাস নাইনে কমার্স নিয়ে নেই। কলেজে ভর্তি হবার পর জানতে পারি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হলে CSE পড়তে হবে এবং যার জন্য ব্যাকগ্রউন্ড সাইন্স হতে হবে। মনে বড় দুঃখ পাই ব্যাপারটা জেনে। তখন এক বড় ভাই বলল মন খারাপ করো না তুমি পড়াশুনার পাশাপাশি নিয়মিত এটাকে নিলে পড়ে থাক কিছু একটা করতে পারবা। তার কথা মতই করলাম।

তো অনেক মানুষের কাছে প্রথমে সাহায্যের জন্য যেতাম কি ভাবে কি শিখব তা জানার জন্য। কিন্তু সবাই কেমন যেন করত। দেখাতে চাইত না। বাসায় থেকেও বলত আমি বাসায় নেই যদি কিছু শিখার জন্য বাসায় চলে যায় সেই ভেবে। একটা ঘটনা এখনও মনে আছে এক বন্ধুর বাসায় গিয়ে কম্পিউটার ধরে একটু বিভিন্ন অপশন দেখছিলাম (যখন আমার কম্পিউটার ছিল না) হঠাৎ বন্ধু আসে মাউসটা সরিয়ে নিয়ে বলে আরে গুতাগাঁতি কইরা সব প্রবলেম কইরা দিব তো ... !

আমার ইন্টার পরীক্ষার অনেক পরে কম্পিউটার হাতে পাই। ২০০৯ এর শেষের দিকে। তখন থেকে শুরু হয় আমার কম্পিউটার গুতাগুতি। তখন ইচ্ছা করি কম্পিউটারের যত কিছু আছে সব শিখব। তখন ওয়েব ডেভলপমেন্ট, এস.ই.ও এগুলো কিছু জানতাম না। শুধু বুঝতাম ছবি এডিটিং করা। সেই থেকে পরিচয় Photoshop, Illustrator এর সাথে। প্রথম থেকে সাহায্যের জন্য অনেক মানুষের কাছে গিয়েছি কেউ কোন সাহায্য করত না। পড়ে রাগে ক্ষোভে গুগলকে ব্যবহার করা শুরু করলাম। যেখানে বেজে যেতাম গুগল কে ঢাকতাম। এর নিজে নিজে প্রচুর পরিমানে অপশন টিপে টিপে দেখতাম কি হয়। প্রতিদিন ১২/১৪ ধন্টা সময় দিতাম পিসিতে। এভাবে মোটামুটি গ্রাফিক্সের কাজ অনেকটা শিখে ফেলেছি।

এরপর কি যেন গুগল সার্চ করতে করতে টেকটিউনস এর লিঙ্কটা পাই। সেখান থেকে জানি ওয়েব ডেভলপমেন্ট কি, এস.ই.ও কি এমন আরও অনেক কিছু। তখন থেকে আবার শুরু করি শিখা। ঘোড়ার মত দৌড়িয়েছি শিখার জন্য। এখনও মনে আছে প্রথমে গুগলে সার্চ দেই “How to I learn web development” তারপর থেকে শুরু শিখা। অনেক গুলো গাইড লাইন দেখে বুঝতে পারি কি কি শিখতে হয় Web Development এর জন্য তারপর শিখতে শুরু করি একে একে HTML, CSS, PHP, MySQL, WordPress ইত্যাদি। প্রথম প্রথম তো সুন্দর সুন্দর ওয়েবসাইট পাইলেই Ctrl + U চেপে সোর্স কোডও দেখতাম অনেকক্ষণ। বিভিন্ন CSM বা থিম নামিয়ে নোট প্যাডের ওপেন করে বসে বসে পরতাম আর মাঝে মাঝে একটু একটু এডিট করে দেখতাম কি হয়। মাঝে মাঝে কোড পড়তে পড়তে মনে হত যেন মাথা ঘুরাচ্ছে। ধৈর্য হারিয়ে ফেলতাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বা বাহিরে থেকে হাটাহাটি করে আবার শুরু করতাম। আল্লাহকে অশেষ ধন্যবাদ সে আমাকে অনেক ধৈর্য দিয়েছিল না হলে এভাবে একটা ১২/১৪ ঘণ্টা কাজ শিখা অনেক কষ্ট সাধ্য ছিল। হয়ত পারতামই না।

আর একটা মজার ব্যাপার হল আমার মুভি দেখের নেশা আছে। অনেক মুভি দেখি। তো মুভি দেখার সময়টা কোন কিছু শুখতে পারব না বলে মনিটরের অর্ধেকে কাজের কোন কিছু রাখতাম বাকি অর্ধেকে মুভি চালিয়ে রাখতাম। মজার ব্যাপার হল মুভি শেষ কিন্তু মনে মনে বলতেছি মুভিতে কি হল কয়েকটা সিন ছাড়াতো আর কিছুই মনে নেই !!! তখন আবার চালু করতাম মুভিটা। এভাবে একটা মুভি ২/৩ বার দেখতাম।

আমি শিখার সময় কখনও চিন্তা করি নি এটা নিয়ে ইনকাম করব। নিজে টিউশনি করতাম তা থেকে যা পেতাম হয়ে তাতে মাস কাভার হয়ে যেত কারন সারা দিনই তো বাসায় থাকতাম পিসি নিয়ে। আমার যেটা ইচ্ছা ছিল – কম্পিউটারের সব কিছু শিখব সব। সেই ইচ্ছা পূরণের জন্য সেই তখন থেকে লেগে আছি এখন পর্যন্ত। যদি টাকা খরচ করে কোন প্রতিষ্ঠানে যেতাম তাহলে হয়ত আমার এত কষ্ট করা লাগত না। কিন্তু নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান পাই নি তাই জাওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা আমার কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে মনে চায় নি। কারন একটা প্রতিষ্ঠানে ভর্তি হইছিমাল(Basic Computer শিখার জন্য) সেই প্রথম দিকে মাসখানেকের মত ছিলাম যা শিখাইছে বা যে ভাবে শিখিছে তাতে পেট ও মন দুটাই ভরে গেছে। সেগুলো কিছুই লাভ হয় নি।

আমার অনলাইনে ইনকামের শুরুটা বলি। খুব অদ্ভুদ ভাবে শুরুটা হয়। আগেই বলেছি শিখার সময় কখনও মনে চিন্তাও আনি নি যে ইনকাম করব এটা নিয়ে। ব্লজ্ঞিং করে মানুষে বিভিন্ন কিছু শিখাতাম। অন্যের সাথে অনেক কিছু শেয়ার করতাম। সেই সুবাদে অনেক মানুষের সাথে পরিচয় ঘটে। অনেক মানুষের সাথে পরিচিতি লাভ করি। এর মধ্যে অনেক গুলো প্রবাসী মানুষও ছিল। তাদের সাথে প্রায় সময় চ্যাট হত। এমনই একজন প্রবাসী এক ভাইয়ের সাথে একদিন চ্যাট করতে করতে সে হঠাৎ বলল তুমি কি কি কাজ পার। আমি বললাম গ্রাফিক্স আর ওয়েব ডেলপমেন্ট। তখন সে আমাকে বলল আমার একটা ওয়েব সাইটের জন্য একটা ব্যানার বানিয়ে দিতে পারবা। আমি বললাম আচ্ছা দিচ্ছি। আমার বানানো ব্যানারটা তার অনেক পছন্দ হয়। সে ওটা ব্যবহার করে। তারপর আস্তে আস্তে জানতে পারলাম সে যেই দেশে থাকে সেখানে তার একটি IT Firm আছে। সেই থেকে তার কোম্পানির কোন ডেভলপমেন্ট এর কাজ বা গ্রাফিক্সের কাজ আসলে আমাকে দেয়। এটা হল শুরু এরপর থেকে আমাদের দেশের লোকাল কাজ গুলোও করা শুরু করি। এছাড়াও আরও কয়েকটা ভাবে ইনকাম হয় এখন।

আমার জীবনের অনেক কিছু আমি বাদ দিছি। অনেক কিছু সরিয়ে দিয়েছি কিন্তু কম্পিউটারের প্রতি আগ্রহ এখনও সরে যায় নি। শিখার ইচ্ছা, আগ্রহ এখনও প্রবল পরিমানে হয়েছে। আর এই ইচ্ছা শক্তির কারনেই এখন এত কিছু শিখতে পারছি।

আমার সম্পর্কে বা আমার কাজ সম্পর্কে আরও কিছু জানতে আমার পার্সোনাল সাইট ভিজিট করতে পারেন – www.mrhossen.me

My Cyber World:
FaceBook – http://fb.mrhossen.me/
Twitter – http://tw.mrhossen.me/
Linkedin – http://in.mrhossen.me/
Google Plus – http://gp.mrhossen.me/
YouTube – http://yt.mrhossen.me/

"
===========================


ডকটি কেউ এডিট করবেন না। আর এই ডকে কেউ প্রশ্ন করবেন না।

প্রশ্নের জন্য https://www.facebook.com/groups/Wordpress2Smashing/permalink/388631094512345/ এখানে ক্লিক করুন...

 

Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.