Breaking News
recent

ধারাবাহিক টিউটোরিয়াল থিসিস থিম: কিভাবে থিসিস থিমের কলাম পরিবর্তন করবেন?


ব্লগ তৈরির সময় প্রথম যে বিষয়টি মাথায় আসে ব্লগটি কয় কলামের হবে। যেমন এই ব্লগটি দুই কলামের। একটি কন্টেন এরিয়া আরেকটি সাইড বার। ব্লগটি দুটি সাইড বার এবং একটি কন্টেন এরিয়া নিয়ে তিন কলামের বানাতে চাইলে থিসিস থিমে তা খুব সহজেই করা যায়। বাই ডিফল্ট থিসিস থিম একটি কন্টেন এরিয়া এবং দুটি সাইড বার নিয়ে তিন কলামের থাকে। পরিবর্তন পরিবর্ধন করতে চাইলে ওয়ার্ডপ্রেসে এ্যাডমিন প্যানেলে লগইন করে ড্যাশবোর্ড মেনু বার থেকে থিসিস বাটনে ক্লিক করলে Site option/Design option/Header Image/Favicon Uploader/Custom File Editor Manage Options আসবে। Design option ক্লিক করলে উপরের চিত্রের মত অপশন গুলো আসবে। কলাম লেখার পাশে (+) চিহ্নিত জায়গায় ক্লিক করলে  নিচে চিত্রের ন্যায় চিত্র আসবে।
এখানে Select the number of columns you want in your layout লেখার নিচে কলামের ড্রপ ড্রাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে কলামটি কয় কলামের হবে এবং Enter a width between 300 and 934 pixels for your content column এর নিচে টেক্স বক্স দুটি থেকে কলাম এবং সাইড বারের  width কত হবে বলে দিতে হবে। এরপর নিচেই Colum Order পাশে (+) ক্লিক করলে নিচে চিত্রের ন্যয় কন্টেন এবং সাইড বারের অবস্থান কেমন হবে তার চিত্র দেখাবে। নিজের প্রয়োজন মত রেডিও বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে কন্টেন এবং সাইডবারের অবস্থান। উপরে কলাম সিলেকশনের উপর নির্ভর করবে width এবং Colum Order এর সাইড বারের সংখ্যা। তিন কলাম হলে দুটি সাইডবার, দুই কলাম হলে একটি সাইডবার এবং এর কলাম হলে কোন সাইডবার আসবেন।

Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.