Breaking News
recent

সিরিয়াল/ ক্র্যাক ছাড়া উইন্ডোজ সেভেন জেনুইন করুন ৩৬০ দিনের জন্য


সিরিয়াল/ ক্র্যাক ছাড়া উইন্ডোজ সেভেন জেনুইন করুন ৩৬০ দিনের জন্য      





     

Step 01>>

Start Menu>>All programs>>Accessories  এ গিয়ে Command Prompt এর উপর রাইট ক্লিক করুন এবং “Run as administrator” হিসেবে চালান।
Untitled3 সিরিয়াল/ ক্র্যাক ছাড়া উইন্ডোজ সেভেন জেনুইন করুন ৩৬০ দিনের জন্য

Step 02>>

নিচের কমান্ড লিখে এন্তার প্রেস করুন
slmgr  -rearm
Untitled22 সিরিয়াল/ ক্র্যাক ছাড়া উইন্ডোজ সেভেন জেনুইন করুন ৩৬০ দিনের জন্য

Step 03>>

এবার পিসি রিস্টার্ট নিবে- ৩০ দিনের জন্য এক্তিভ হয়ে যাবে। মাত্র?? না, এভাবে আপনি আরও ৩ বার করতে পারবেন, তাহলে  কত হল?? ১২০ দিন। চলবে না?

Step 04>>

আসেন আরও বাড়াই একটিভেশন ডে!! regedit.exe চালু করে নিচের রাস্তায় যান
HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows NT\CurrentVersion\SoftwareProductionPlatform

Step 05>>

রাইট সাইড প্যানেল এ SkipRearm এর ভ্যালু 1 করে দিন।
Untitled31 সিরিয়াল/ ক্র্যাক ছাড়া উইন্ডোজ সেভেন জেনুইন করুন ৩৬০ দিনের জন্য

Step 06>>

এবার আপনি স্টেপ ২ এর কমান্ড আরও ৮ বার ইউস করতে পারবেন। আগে ছিল ১২০ দিন+ এখন ২৪০ দিন= ৩৬০ দিন।

আশা করি এটা অনেক দিন, এরপর লাগলে সেট আপ দিবেন !!! বছরে একবার তো দেয়া লাগেই!
Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.