Breaking News
recent

পোস্টের নিচে লেখক পরিচিতি যুক্ত করুন






আমি আজ আপনাদের একটা প্লাগিনের সাথে পরিচয় করিয়ে দিব। এইটার নাম হচ্ছে Bangla Author Bio। পোস্টের নিচে লেখক পরিচিতি যুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয়। আপনিও পারবেন এটি ব্যবহার করে পোস্টের নিচে লেখক পরিচিতি যুক্ত করতে। এটা কম্পিউটার ক্লাব বিডি (গ্রুপ মেম্বারদের জন্য) তে ব্যবহার করা হয়, ইচ্ছা করলে গিয়ে দেখে আসতে পারেন। তারপরেও আমি এটার স্ক্রিনশট ও ডাউনলোড লিংক নিচে দিয়ে রাখলাম। আর এটি আপনি এডিট করতে পারেন খুব সহজেই। প্লাগিন এডিট অপশনে যান সব বুঝে যাবেন। যারা বুঝবেন না, তারা নিচে কমেন্ট করবেন, তাহলে আমি লিখে দিব।
Bangla Author Bio আপনার প্রতিটি পোস্টের নিচে বাংলায় লেখকের পরিচয় তুলে ধরে। চিত্রে দেখতে পারছেন বর্ণনা দেয়া আছে লেখকের, সেই বর্ণনা এডিট করতে আপনার Profile এর Bio অপশনে কিছু লিখুন, সেটাই দেখাবে পোস্টের নিচে। আর আপনার প্রোফাইল এর যতগুলো পারেন সবগুলো পুরন করুন। বিশেষ করে Web Site এবং Facebook এই দুটো পূরণ করলে তা আপনার লেখা পোস্টের নিচে দেখাবে এই Bangla Author Bio। তো আর দেরী না করে ডাউনলোড করে নিন।
 
 
Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.