Breaking News
recent

আপনার সাইট বাংলা করবেন যেভাবে ।



 

১. এখান থেকে http://www.mediafire.com/?vasw2uhy54c3vi1 ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি ডাওনলোড করে নিবেন ।
২. সেটাকে আনজিপ করলে bn_BD.mo নামে একটি ফাইল পাবেন।
৩. আপনার ওয়ার্ডপ্রেসের wp-content/languages ফোল্ডারে এমও ফাইলটি আপলোড করুন। (languages নামে ফোল্ডার না থাকলে তৈরী করে নিন)
৪. আপনার ওয়ার্ডপ্রেসের রুট ডিরেক্টরিতে থাকা wp-config.php ফাইলটি এডিটরে খুলুন এবং define(‘WPLANG’, ”); লাইনটি খুজে বের করুন।
৫. WPLANG এর পরের ইনভার্টেড কমার মাঝে bn_BD লিখে দিন। পুরো লাইনটা দেখাবে এরকম: define(‘WPLANG’, ‘bn_BD’);
৬. ফাইলটি সেভ করুন।




এছাড়াও

উপরের প্যাক এ কাজ না হলে নিচের টা দেখুন ।

ওয়ার্ডপ্রেসে বাংলা ইন্সটল করলাম । এডমিন প্যানেলে বাংলা দেখা যাচ্ছে কিছু হোম পেজে ????????????? আসছে কেন ?

???????????????????????????????????????????????????????????????? এই রকম টাইটেল বা পোষ্ট হলে নিচের ধাপ অনুসরন করুন ।

প্রথমে আপনি আপনার রুট প্যানেলে গিয়ে config.php ফাইল টা ওপেন করে নিরে লেখাটা খুঁজে বের করুন

/** Database Charset to use in creating database tables. */
define('DB_CHARSET', 'utf8');

এখন ('DB_CHARSET', 'utf8'); এর জায়গায় ('DB_CHARSET', 'UTF-8'); ( UTF-8 ) বসিয়ে দিবেন তাহলে নিচের মত হবে ।
/** Database Charset to use in creating database tables. */
define('DB_CHARSET', 'UTF-8');

এখন সেভ করে বের হয়ে আসুন । তাহলে কাজ শেষ হয়ে যাবে ।


Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.