ড্যাশবোর্ড ও এডমিন বার কাস্টোমাইজেশন (প্লাগ-ইন তৈরি)
WordPress Dashboard আর Admin Bar Customization নিয়ে এই টিউটোরিয়ালটি লিখতে বসলাম। একসাথে সম্পূর্ণটা লিখতে পারবো না। তাই ধীরে ধীরে সামনে এগুবো।
বিভিন্ন রেডিমেড Plugin দিয়ে সহজেই এই কাজগুলো করা যায়। কিন্তু আমরা এখন কোন রকম রেডিমেড Plugin ব্যবহার না করে এটা করতে চেষ্টা করবো।
মজার ব্যাপার হলো আমারা সম্পূর্ণ কাজটা করবো WordPress-এর কোন Core ফাইল Edit না করে। এতে যে সুবিধা হবে তা হলো, WordPress Update বা নতুন করে Install করলে কোন Customization-ই আর হারিয়ে যাবে না।
তাহলে আমরা কিভাবে কাজটা করবো?
আমরা নিজেরাই ছোট একটা Plugin বানানোর চেষ্টা করবো। এই Plugin-এর ভিতর বিভিন্ন Code যোগ করে আমরা Customization-এর কাজটা সারবো।তাহলে শুরু করে দেই কাজ।
প্লাগিন তৈরি
- একটা ফাইল তৈরি করুন *.php এক্সটেন্সান দিয়ে। ধরুন আমরা তৈরি করলাম admin-panel.php
- NotePad (বা অন্য কোন Text Editor) দিয়ে ফাইলটা Open করে নিচের কোডটা লিখে ফেলুন।
<?php
/*
Plugin Name: Omega Point Admin Panel
Plugin URI: http://tanjimshaikat.com
Description: Customized Admin Panel
Author: Triple S
Version: 1.0
Author URI: http://tanjimshaikat.com
*/
?>
- Plugin Name, Plugin URI, Description, Author, Version, Author URI এগুলো আপনার প্রয়োজন মত তথ্য দিয়ে পূরণ করুন। আমি উপরে Sample হিসেবে এগুলো লিখে দিলাম। এগুলো দিয়ে আপনার প্লাগিন-এর পরিচিতি তুলে ধরা হয়।
- ফাইলটা Save করুন।
- আপনার প্লাগিন তৈরি হয়ে গেলো।
Code যোগ করার ক্ষেত্রে নিয়ম হলো :
<?php
ও?>
এর মধ্যে যাবতীয় Code যোগ করতে হবে।
No comments:
Post a Comment
Thanks for ur comments