সি এস এস (CSS) ক্লাশ -১
সি
সি এস এস এর দুনিয়ায় আপনাকে স্বাগতম। সি এস এস এর পূর্ণ অর্থ হল Cascading
Style Sheets (CSS) । সি এস এস দিয়ে চমৎকার , মনকারা ডিজাইন করে ওয়েব সাইট
তৈরি করতে পারবেন। সিএসএস এর মাধ্যমে ওয়েব সাইটের শ্রী বৃদ্ধি করা যায়।
আমরা খুব সহজ এবং সুন্দরভাবে সি এস এস শিখব। সি এস এস শেখার আগে আমাদের
অবশই এইচ টি এম এল শেখা জরুরি। আমাদের এইচ টি এম এল সম্বন্ধে ন্যূনতম জ্ঞান
থাকতে হবে তা না হলে আমরা সি এস এস এর কিছুই বুঝতে পারবোনা। তাই যদি
আমাদের কারো এইচ টি এম এল জানা না থাকলে একটু কষ্ট করে এইচ টি এম এল টা
শিখতে হবে। অন্তত এইচ টি এম এল এর বেসিকটা জানতে হবে। আমরা Cascading
Style Sheets (CSS) সম্বন্ধে আর একটু ভাল জানতে এখান থেকে ঠু মেরে আসতে
পারি। http://en.wikipedia.org/wiki/Cascading_Style_Sheets
সি এস এস বলতে আমরা সহজ ভাষায় বলতে পারি - ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS।
সি এস এস তিন ধরনের হয়ে থাকে
*** ইন্টারনাল সি এস এস
*** এক্সটারনাল সি এস এস
*** ইনলাইন সি এস এস
একটা এইচটিএমএল পেজে <head> ট্যাগের ভিতর <style> ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইল করা যায়।এটা হচ্ছে ইন্টারনাল সি এস এস আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং <head> ট্যাগের ভিতর <link> ট্যাগ দিয়ে সিএসএস ফাইলটি ঢুকিয়ে দেয়া হয়।এই পদ্ধতি হচ্ছে এক্সটারনাল সি এস এস। ইনলাইন সি এস এস সম্বন্ধে আমরা পরে জানব। কারেন্ট জনিত সমস্যার কারনে টিটি লেখার কোন ধরনের ভুল হলে ক্ষমা করবেন। আর কমেন্ট করে জানাবেন প্রথম ক্লাশ কেমন লাগল।
সি এস এস বলতে আমরা সহজ ভাষায় বলতে পারি - ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS।
সি এস এস তিন ধরনের হয়ে থাকে
*** ইন্টারনাল সি এস এস
*** এক্সটারনাল সি এস এস
*** ইনলাইন সি এস এস
একটা এইচটিএমএল পেজে <head> ট্যাগের ভিতর <style> ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইল করা যায়।এটা হচ্ছে ইন্টারনাল সি এস এস আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং <head> ট্যাগের ভিতর <link> ট্যাগ দিয়ে সিএসএস ফাইলটি ঢুকিয়ে দেয়া হয়।এই পদ্ধতি হচ্ছে এক্সটারনাল সি এস এস। ইনলাইন সি এস এস সম্বন্ধে আমরা পরে জানব। কারেন্ট জনিত সমস্যার কারনে টিটি লেখার কোন ধরনের ভুল হলে ক্ষমা করবেন। আর কমেন্ট করে জানাবেন প্রথম ক্লাশ কেমন লাগল।
No comments:
Post a Comment
Thanks for ur comments