Breaking News
recent

A-Z Wordpress Tutorial(500 Tips)

Manually ইন্সটল করুন আপনার ওয়ার্ডপ্রেস সাইটঃ




অনেক সময় আমরা অটো ওয়ার্ডপ্রেস ইন্সটল  করে দেখি যে বাংলা লেখা সাপোর্ট করছে না । এর
জন্য আমাদের ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয় । ম্যানুয়ালি কথা শুনে ভয় পাবার
কারন নাই। ওয়ার্ডপ্রেস জিনিস টাই এমন যে আপনি চাইলেই শিখতে পারবেন । ম্যানুয়ালি
ইন্সটল করতে আপনাকে যা করতে হবেঃ




http://wordpress.org/download/ এখান থেকে Download.zip  ক্লিক করে ওয়ার্ডপ্রেস নামিয়ে নিন




ফাইল টি আপনার একাউন্ট(সি-প্যানেল)
এর public_html ফোল্ডার এ  Upload করুন ।


আপনি এটা এফটিপি ( ফাইল জিলা) ব্যাবহার করে অথবা cPanel ->File Manager->Upload file এভাবে করতে পারেন । যখন আপলোড হয়ে যাবে তখন আপনি আপনার ফাইল এর স্ক্রিপ্ট
আপনার সাইট দেখতে পারবেন ।



এবার, cPanel ->File Manager->তারপর আপনি যেখানে wordpress.zip আপলোড করেছেন,
সেখানে যান এবং wordpress.zip এ রাইট ক্লিক করে
EXTRACT ক্লিক করেন । তাহলে দেখবেন যে অনেক গুল ফাইল এসেছে ।
আপনার উচিৎ সবসময় public_html এ EXTRACT করা ।






এখন আপনাকে MySQL database বানাতে হবে । এর জন্য যান cPanel
-> MySQL Databases । এখানে গিয়ে নতুন ডাটাবেস বানাতে হবে ।
New Database এ আপনার ইচ্ছা মত ডাটাবেস নাম দিয়ে Create Database এ ক্লিক করুন ।





ক্রিয়েট হয়ে গেলে আপনি  Go Back button এ
ক্লিক করতে পারেন ।





MySQL database  username_databasenam
নামে তৈরি হয়ে গেছে । এই নাম একটু
পরেই লাগবে, তাই নাম টা মনে রাখবেন ।





এবার MySQL User তৈরি করতে হবে আপনাকে । MySQL User এর সব
ফিল্ড গুলা পুরন করে সাবমিট বাটন ক্লিক করেন । Username and Password মনে রাখতে
হবে ।

এবার User ke user কে  MySQL Database এ Add  করতে হবে । এর জন্য

Add User To Database
এর ফিল্ড
গুলা পুরন করে সাবমিট করুন ।


এবার আপনাকে অন্য একটা পেজ এ
রিডিরেক্ট করবে । সেই পেজ এ গেলে All Privileges সিলেক্ট করে Make change ক্লিক করুন ।

হয়ে গেল ডাটাবেস বানানো ।




এখন আপনার থিম অপশন এ গিয়ে wp-config-sample.php কে wp-config.php এ
পরিবর্তন(Rename) করুন । এবার নিচের কোড গুল খুজে এডিট করুন ।

define('DB_NAME', ''); // The name of the database

define('DB_USER', ''); // Your MySQL username

define('DB_PASSWORD', ''); // ...and password

উপরের কোড এর জায়গাতে, নিচের মত করে দিন ।



/** The name of the database for WordPress */

define('DB_NAME', 'DB-name');

DB-name মানে আপনি যেই নামে ডাটাবেস তৈরি করেছেন ।



/** MySQL database username */

define('DB_USER', 'Your_db_username');



/** MySQL database password */

define('DB_PASSWORD', 'Your pass');



/** MySQL hostname */

define('DB_HOST', 'localhost');



সেভ করুন ।


এবার www.yourdomainname.com/where_wordpress_is_extracted/wp-admin/install.php লিঙ্ক
টা বুঝে লিঙ্ক এ ভিসিট করুন । মানে যদি আপনার সাইট হয় www.yourdomainname.com আর যদি
আপনি wordpress Upload করে থাকেন
public_html ফোল্ডার এ  তাহলে আপনি শুধু যাবেন www.yourdomainname.com/wp-admin/install.php


Install এর কাজ শেষ  । এখন পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন ।

হয়ে গেল ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইন্সটল ।


ড্যাশবোর্ড এর সাথে পরিচয়ঃ

ইন্সটল শেষ হয়ে গেলে www.yoursitename.com/wp-admin এভাবে গেলে আপনি যেই পেজ দেখতে পারবেন তাকে ড্যাশবোর্ড বলে । এইটা আপনার অ্যাডমিন প্যানেল ।

উপরের টুলবার এর দিকে লক্ষ করুন, যেখানে আপনার সাইট এর নাম লেখা আছে । ক্লিক করুন, তাহলে আপনি নতুন সাইট টি দেখতে পারবেন । পছন্দ হয় নাই ?? ব্যাপার না, দরকার ও নাই :D এইটাই আপনার সেই সাইট সেখানে আপনি অনেক মিনিত, অনেক দিন, অনেক ঘণ্টা , অনেক মাস ও অনেক বছর সময় দিবেন । তাই, অনেক কিছুই করা সম্ভব । শুধু যেটা দরকার, সেটা হল, একটু শেখার ইচ্ছা, একটু ধৈর্য ।

আপনার সাইট এ এখন ডিফল্ট একটা থিম দেয়া হয়েছে । থিমটির নাম WordPress Twenty Eleven theme। প্রথম অবস্থায় আমাদের এই থিম দিয়েই কাজ করা উচিৎ । কারন, অনেক থিম অনেক অপশন দ্যায় ।

এবার ডিফল্ট যে পোস্ট দেয়া আছে আপনার সাইট এ(hello word) সেটা একটু দেখি আমরা । প্রথমে পোস্ট এর নাম(post title) তারপর পোস্ট কে লিখেছে ,সময় ও তারনিচে পোস্ট শম্পরকিত কিছু তথ্য । যেমন, কোন ক্যাটাগরি তে সেটা পোস্ট হয়েছে, কোন কোন ট্যাগ ব্যাবহার করা হয়েছে । এটা কে post meta data বলে । এবার Scroll down করে একবারে সাইট এর নিচে যান । যেটা দেখবেন, সেটা সাইট এর Footer । এখানে সাধারণত Proudly powered by WordPress লেখাটি থাকে ।

এবার সামান্য সময় নিব সংক্ষিপ্ত ডিজাইন ও পেজ লে-আউট এর জন্য । আপনি আপনার সাইটের পোস্ট এর টাইটেল এর উপর মাউস নিন, দেখবেন রঙ পরিবর্তন হয়েছে । এটাকে হভার বলে । বেশির ভাগ থিম লিঙ্ক গুলতে হভার করার জন্য রঙ পরিবর্তন করে থাকে । আপনার লোগো, সাইট টাইটেল যেই অংশে থাকে তা Header ।

এই মুহূর্তে আপনার সাইট এ মাত্র একটা পোস্ট আছে । এটা যত বারাবেন, তা হোম পেজ এ বারতে থাকবে। হোম পেজ সাধারণত রিসেন্ট পোস্ট গুলা দেখায় । পোস্ট গুলা একটা পেজ এ জমা হয়, পোস্ট টাইটেল এ ক্লিক করলে আপনি অই পোস্ট এর নির্ধারিত পেজ দেখতে পারবেন ।

আপনার উচিৎ, আপনি যেই ধরনের সাইট বানাতে চান, অই ধরনের ক্যাটাগরি বানিয়ে নেয়া । বানানর জন্য Dashboard থেকে categories সিলেক্ট করুন । এবার Add new category এর ফর্ম তা পুরন করুন, স্লগ দেয়ার প্রয়োজন নাই । parent হল আপনি যদি কোন ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরি নিতে চান । অর্থাৎ আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পোস্ট টি কোন ক্যাটাগরির জন্য ।

এবার ডান সাইড থেকে post এ ক্লিক করুন,আপনাকে আপনার সাইট এর পোস্ট গুলা দেখাবে। এবার add new post ক্লিক করে টাইটেল ও পোস্ট বডি লিখে পাবলিশ এ ক্লিক করুন । দেখুন, আপনার নতুন পোস্ট টি আপনার হোম পেজ এ দেখাবে ।

আপনার ড্যাশবোর্ড সাধারণত নিচের সিরিয়ালে দেখাবেঃ
  • Dashboard
  • Posts
  • Media
  • Links
  • Pages
  • Comments
  • Appearance
  • Plugins
  • Users
  • Tools
  • Settings আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি কি জিনিস রাখতে চান আপনার সাইট এ। কি কি মেনু দিতে চান।
পোস্ট এর কাজ তো আগেই বললাম, মিডিয়া, লিঙ্ক এই দুইটা পরে বলব । পেজ হল আপনি যদি আপনার কিছু কথা মেনু তে দেখাতে চান, তাহলে পেজ ক্রিয়েট করে মেনু তে দিতে হবে আর পেজ এর কোন ক্যাটাগরি না । আপাতত পোস্ট আর পেজ এর এই দুইটা পার্থক্যই মনে পরছে :( ।

মেনু অ্যাড করবেন কিভাবে ? মেনু কোনটা বুঝতে পেরেছেন ? যেখানে Home | menu1 | menu2 এই ভাবে থাকে ।

Create a menu:

মেনু বানাতে আপনাকে Appearance এর ডানে ছোট্ট একটা ইমো দেয়া আছে, অইতায় ক্লিক করতে হবে । তাহলে আপনি Appearance এর অপশন গুলা দেখবেন যার ভেতর মেনু ও আছে । ক্লিক করুন মেনুতে ।

এবার, মেনুর নাম দিন যেটা আপনি কথায় কোন মেনু ব্যাবহার করছেন তা বুঝতে সাহায্য করবে । যেমন টপ মেনুর জন্য নাম দিন TOP । এবার সেভ দিন । এখন আপনি যেই ক্যাটাগরি / পেজ মেনুতে দিতে চান, তা সিলেক্ট করে Add to menu ক্লিক করুন । সব শেষে উপরের দিক থেকে ডান পাশে আপনার থিম অপশন অনুযায়ী কথায় মেনুতা ব্যাবহার করতে চান তা সিলেক্ট করে দিন,

Navigation menu below logo যেইখানে আছে, সেখানে আপনার মেনু অ্যাড করে সেভ করুন । এবার আপনার সাইট রিলদ দিন, দেখুন মেনু অ্যাড হয়েছে :)

থিম ইন্সটলঃ আপনার সাইট কিসের উপর বানাবেন, এর উপর নির্ভর করবে যে থিম কেমন হবে । পছন্দের থিম খুজে তা ডাউনলোড করুন । এবার, Appearance থেকে থিম এ ক্লিক করুন । এখানে থিম আপলোড দেয়ার অপশন আছে । ক্লিক করুন । এবার যেই ড্রাইভ এ থিম রেখেছেন, শেখান থেকে থিম টি আপলোড করবেন । থিম টি অবশ্যই .ZIP ফরমেট এ থাকবে । আপলোড হয়ে গেলে দেখবেন যে Active | Preview এই দুইটা অপশন আসবে । প্রিভিউ ক্লিক করলে থিম টি আপনার সাইট এ কেমন লাগবে, দেখতে পারবেন । ভালো লাগলে, একটিভ করে দিন । হয়ে গেল আপনার থিম ইন্সটল । এবার মেনু অ্যাড করে নিন ।

widget add:


আপনার সাইট এর সাইড বারে যেই বক্স গুলা থাকে, ওই গুলা widget । আপনি থিম অপশন অনুযায়ী বিভিন্ন widget পাবেন । Text widget use করে আপনি html code দিয়ে আরো যোগ করতে পারবেন ।

প্রাথমিক প্লাগিন ইন্সটলঃ প্রাথমিক ভাবে আপনার যেই প্লাগিন গুল প্রয়োজন হবে, সেগুলোর বর্ণনাঃ

www.wordpress.org/extend/plugins/widget-context

কোন widget কোন পেজ এ দেখাতে চান, সেটার জন্য এই plugin use করতে পারেন ।

www.wordpress.org/extend/plugins/google-translator/

এটা আপনাকে আপনার ব্লগ বাংলায় লিখতে সাহায্য করবে ।

wordpress.org/extend/plugins/facebook-like-box/
এটা দিয়ে আপনি আপনার ফেসবুক পেজ আপনার সাইট এ দেখাতে পারবেন ।

wordpress.org/extend/plugins/facebook-share-button-zero-count-fix/
ফেসবুকে কতবার শেয়ার হল আপনার পোস্ট, তা দেখতে পারবেন ।

wordpress.org/extend/plugins/front-page-category
সাধারণত, আমরা আমাদের সাইট এ যে কোন পোস্ট করলে তা ফ্রন্ট পেজ এ দেখায়, আপনি এই প্লাগিন দিয়ে তা নিয়ন্ত্রন করতে পারবেন ।

wordpress.org/extend/plugins/google-document-embedder/
কোন পিডিএফ অথবা ডক ফাইল Cpanel এ আপলোড করে ওই লিঙ্ক টা এই প্লাগিনে দিলে আপনার সাইট এ ওই পিডিএফ অথবা ডক ফাইল টি দেখাবে । অনেক কাজের প্লাগিন ।

wordpress.org/extend/plugins/user-avatar/
এটা দিয়ে খুব সহজেই আপনি আপনার ইউজার দের কে তাদের প্রফাইল পিক আপলোড করতে দিতে পারেন ।
-------------------------

2nd Part: 

wordpress.org/extend/plugins/wp-postviews/
এইটা দিয়ে আপনি আপনার পোস্ট কতবার পড়া হল তা দেখতে পারবেন, জদিও একটু কাহিনি করতে হয় । কিন্তু, বুঝতে পারবেন । না বুঝলে কমেন্ট করে জিজ্ঞেস করেন ।

wordpress.org/extend/plugins/wpms-sidebar-login-widget
আপনি যদি ইউসার দের কে লগিন করতে দিতে চান, তাহলে এটি ব্যাবহার করতে পারেন । এই প্লাগিন আপনাকে আপনার সাইডবার থেকে আপনার ইউসার কে লগিন করতে দিবে ।

http://wordpress.org/extend/plugins/author-highlight/ এই প্লাগিন দিয়ে অথরের মন্তব্য সমূহ হাইলাইট করা যায় । আপনার পোস্ট পাবলিশিং এর দেখাতে চাইলেঃ index.php এ গিয়ে <?php the_time('F j, Y'); ?> কোড টা খুজে বের করুন, এবং তার পর <?php the_time('g:i a'); ?> এই কোড টা দিয়ে দিন । এটা ১২ ঘণ্টা হিসাবে শময় দেখাবে ।
 24H format
<p>Time posted: <?php the_time('G:i'); ?></p> এই কোড টা দিয়ে দিন, তাহলে ২৪ ঘণ্টা হিসাবে সময় দেখাবে । সময় এবং তারিখ এক সাথে দেখাতে,
<p>Posted: <?php the_time('F j, Y'); ?> at <?php the_time('g:i a'); ?></p> লিখুন, তাহলে সময় টা এই ভাবে দেখাবেঃ Posted: Appril 4, 2012 at 7:19 am



->TO BE CONTINUED......
Nadim Zobaer

Nadim Zobaer

No comments:

Post a Comment

Thanks for ur comments

Powered by Blogger.